• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে জাতীয় যুব দিবস পালন ও পাঁচ দিন প্রশিক্ষণের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

কালিগঞ্জে উপজেলায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে যুব সমাবেশ, র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে জাতীয় যুব সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মধুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার নন্দী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মিশন মহিলা সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ঋণের চেক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা