• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরায় প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বুধবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা ডিজিটাল কর্নারে প্রধান অতিথি হিসেবে উক্ত ঢেউটিন গৃহ-নির্মাণ অর্থ চেক বিতরণ করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তক আহমেদ রবি।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠান থেকে এ সময় সাতক্ষীরা সদর উপজেলার ৭৬টি পরিবার ও ১২ টি প্রতিষ্ঠানের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৯২ বান ঢেউটিন ও বান প্রতি সাথে প্রত্যেকের তিন হাজার টাকা করে মোট ২ লাখ ৭৬ টাকার চেক প্রদান করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা