• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে সচেতনামূলক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৩  

সাতক্ষীরায় স্তন ক্যান্সার সচেতনতা মাস (অক্টোবর-২০২৩) উপলক্ষে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার ওয়েলফেয়ার সোসাইটি ও রোটারি ক্লাব সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ আবু সফিয়ান।

সাতক্ষীরা ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডাঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন, ডাঃ প্রশান্ত কুমার ঘোষ, ডাঃ নাজমুছ সাকিব ব্রাইট, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসিরুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।

বক্তরা বলেন, বিশ্বব্যাপি নারীদের নীরব ঘাতক স্তন ক্যান্সার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যান্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব ও সংকোচ বোধের কারনে নারীরা দেরিতে চিকিৎসকের কাছে যাওয়ায় মৃত্যুর হার বেশী ঘটে থাকে। সার্বিক অবস্থা বিবেচনায় সরকারি হাসপাতালে স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা সংকট দূরীকরণে দ্রæত ও কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান বক্তারা। বক্তারা এ সময় নির্মাণাধীন বিভাগীয় ক্যান্সার হাসপাতালগুলি দ্রæত চালু এবং জেলা পর্যায়ের মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসার সব পদ্ধতি চালু করার জোর দাবী জানান বক্তারা

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা