• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় বাল্যবিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

দেবহাটায় বাল্য বিবাহ, জোরপূর্বক বিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বে-সরকারী সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল।

ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরানের সঞ্চালনায় এসসিএফ মোরাদুল হক, এসএফ রাকিব হাসান ও ইরানী আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ম্যারেজ রেজিস্ট্রার, পুরোহিত, এনজিও কর্মী ও গ্রামিপুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা