• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন প্রদান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩  

দেবহাটায় স্থানীয় পর্যায়ে স্যানিটারী প্যাড তৈরী প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় এ সেলাই মেশিন প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে সেলাই মেশিন প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট অফিসার আবু ইমরান, এসসিএফ মোরাদুল হক, এসএফ রাকিব হাসান ও ইরানী সহ সুবিধাভোগীরা।

স্থানীয় পর্যায়ে স্যানিটারী প্যাড তৈরীর মাধ্যমে নারীদের খরচ কমিয়ে নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এদিকে, উপজেলা নির্বাহী অফিসার এ উদ্যোগের সাাধুবাদ জানান এবং সরকারিভাবে বিতরণের লক্ষে স্যানিটারী প্যাড তৈরীর প্রশিক্ষণার্থীদের নিকট কিছু সংখ্যক স্যানিটারী প্যাড অর্ডার দেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা