• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালীগঞ্জ গণপিটুনিতে নিহত ছিনতাইকারী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবেশে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা নিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত হয়েছেন দেলোয়ার হোসেন নামে এক ছিনতাইকারী।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. ফায়েজুর রহমান পিপিএম।

এর আগে, শনিবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দেলোয়ার গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার মৃত ইউসুফ আলী ছেলে। অন্যদিকে, নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো অচেতন অটোচালক নয়ন উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের হাশেমের ছেলে।

ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তার এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের অটোরিকশায় উঠেন। একপর্যায়ে তারা অটোচালক নয়নকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করেন স্থানীয়রা।

এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যান। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা দেলোয়ারকে গণপিটুনি দেয়। একপর্যায়ে দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায় জনতা

ওসি আরো জানান, শনিবার রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা