• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় হেলাতলা টেকনিক্যাল কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

 কলারোয়ায় হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের অনুমোদিত ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর ফলকের উদ্বোধন  করা হয়েছে। মঙ্গলবার(১০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে কলেজ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর ফলকের উদ্বোধন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।

পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সূধি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, প্রকৌশলী আবু জায়েদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী আব্দুল ওহাবের সহধর্মিনী ফরিদা খাতুন, সাবেক আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবিসহ শিক্ষকমন্ডলী, সূধি ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

সমাবেশে কলেজ অধ্যক্ষ কবির উদ্দীন বিশ্বাসের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ শিক্ষক খালিদ হাসান। ভিত্তিপ্রস্তর  উদ্বোধন শেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র সুপারিশে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের অবকাঠামো উন্নয়নে দেড় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা