• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ৯ দিন ব্যাপী সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ শুরু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

সাতক্ষীরায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম(২য় পর্যায়) এর আওতায় “সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবার ) সকাল ১০ টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পুরাতন  সাতক্ষীরা জেলা মন্দিরে (মায়ের বাড়ি) ৩টি বিষয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সমাজসেবা অধিদপ্তর এর উপ পরিচালক জনাব সন্তোষ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী প্রকল্প পরিচালক অপূর্ব আদিত্য এবং উক্ত প্রকল্পের  সাতক্ষীরা জেলার প্রশিক্ষক মেধস কুমার ব্যানার্জী।

জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) অশোক কুমার চ্যাট্টার্জী জানান, ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিতদেরকে “সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও নেতৃত্বদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে প্রশিক্ষণের মূললক্ষ্য। এ প্রশিক্ষণে প্রতি ব্যাচে ২৫ জন সেবাইত অংশগ্রহণ করে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অশোক কুমার চ্যাট্টার্জী ও সুশান্ত ব্যানার্জী।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা