• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

 শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারি বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজির হাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আয়ুব আলী, বিশেষ অতিথি ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ৬ নম্বর ব্রজবাকসা ওয়ার্ডের ইউপি সদস্য আক্তারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট ইদ্রিস আলী, সহ-সুপার আইয়ুব হোসেন, গণিত শিক্ষক তৈহিদুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক ফজলুর রহমান, শিক্ষিকা রুমি আক্তার, বিএসসি শিক্ষিকা হামিদা খাতুন, ইংরেজি শিক্ষক হাসানুজ্জামান, হাফেজ নজরুল ইসলাম, হাসিবুল হাসান বকুল, অভিভাবক সদস্য মিজানুর রহমান, মোজাফফর হোসেন, রানী বেগম, ইছাহাক আলী, আমজেদ হোসেন , আবুল হোসেনসহ এনটিআরসি থেকে মাদ্রাসায় নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক মোস্তফা আল মামুন, শিক্ষিকা হীরা মনি প্রমুখ। ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে পঞ্চম শ্রেণী থেকে দাখিল পরীক্ষার্থীদের ৩০০ জন নারী পুরুষ অভিভাবক এই সমাবেশে অংশ নিয়েছেন। এই সমাবেশের মধ্য দিয়ে অতিথি অভিভাবকসহ শিক্ষকবৃন্দ মনে করেন শিক্ষার্থীদের মোবাইল আসক্ত ও খারাপ সঙ্গ থেকে বিরত রাখতে পারলে তাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে এজন্য।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা