• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় আম চাষীদের মাঝে আমের চারা বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

কলারোয়ায় রফতানিযোগ্য আমের আবাদ সম্প্রসারন ও উৎপাদিত আমের রফতানি বৃদ্ধিও লক্ষ্যে উন্নত জাতের আমের বাগান সৃজন করার জন্য উপজেলার চার জন আম চাষীকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার(৯ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষীদের মাঝে উপকরন বিতরণ করেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, কবির হোসেনসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় উপজেলার চার জন আম চাষীকে ৫০ শতাংশ জমিতে বাগান করার জন্য ২৫ টি উন্নতজাতের আমের চারা, ২০০ কেজি কম্পোস্ট সার, ৩০ কেজি রাসায়নিক সার ও বাঁশের খুঁটি প্রদান করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা