• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আশাশুনিতে দূর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩  

 আশাশুনিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় আশাশুনি সদর দূর্গা মন্দির চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। এসময় তিনি বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের সম অধিকার রয়েছে। আমরা সহিংতা বর্জন করে অহিংসতার সাথে বসবাস করি। তিনি আছেন তাই বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই, তিনি আছেন তাই গৃহহীনের গৃহ প্রদান, তিনি আছেন বলেই এ দেশে উন্নয়নের জোয়ার বইছে। অতএব, শেখ হাসিনা মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই উন্নয়ন। এসময় তিনি আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে সকলকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্ব এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলোমা খাতুন মিলি, পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, শাহনেওয়াজ ডালিম, এসএম হোসেনুজ্জামান হোসেন, মাহাবুবুল হক ডাবলু, ওমর সাকি ফেরদৌস পলাশ, পল্লী বিদ্যুতের এজিএম লিটন কুমার মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর সুজন কুমার মিত্রসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ, প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, রিচার্জার এলইডি লাইট স্থাপনসহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে বিভিন্ন আলোচনা করেন অতিথিবৃন্দ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা