• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ‘বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উদযাপনে অনুষ্ঠিত র‍্যালিতে শিক্ষক- শিক্ষার্থী ও এসএমসি নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
র‍্যালি শেষে স্কুলের হলরুমে সমাবেশে অনুষ্ঠিত হয়। কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাসেদুল হাসান কামরুল। সিনিয়র শিক্ষক মো.মশিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য রাধাপদ ঘোষ, সিনিয়র শিক্ষক আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শিক্ষার্থী অথৈ পাল রিংকু, পার্থ পাল, সোহেল তানভীর, আছিবুর রহমান, জেরিন তাবাচ্ছুম মেধা, তানজিদ আহমেদ, প্রান্ত কর্মকার, নাদিমুল ইসলামসহ অসংখ্য ছাত্র- ছাত্রীবৃন্দ।
বক্তারা, শিক্ষকদের অবদানের কথা তুলে ধরে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য আলোচনা করেন।  অনুরুপভাবে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে বলে জানা যায়। শিক্ষক দিবসে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান জেরিন তাবাচ্ছুম মেধা, সামিয়া ইয়াসমিন, রিফাজ, ফয়সাল, সাইম, মনিরুল, রাসেল, সুমাইয়া সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা