• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

 দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মুজিবর রহমান।

উপস্থিত ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য অফিসার মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের অফিসার ও বিজিবি প্রতিনিধি।

সভায় আসন্ন দূর্গাপুজা ও জাতীয় নির্বাচনকে ঘিরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘœ না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়। পারুলিয়া ইউনিয়নের নোড়ারচক, চালতেলা, পলগাঁদা সহ আশেপাশের এলাকায় মৎস্যঘেরে ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মসজিদে মসজিদে খুতবা পরবর্তী সন্ত্রাস, জঙ্গী, নাশকতা প্রতিরোধ বিষয়ক আলোচনা রাখতে ইমামদের নির্দেশ প্রদান, বাল্য বিবাহ, যৌতুক, মানবপাচার, চোরাচালান শুন্যে নামিয়ে আনতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। দূর্ঘটনা এড়াতে রাস্তার পাশে মরা ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের মাধ্যমে সেগুলো কেটে ফেলার নির্দেশ দেয়া হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা