• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় শুভেচ্ছা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

সাতক্ষীরা জেলায় বিশ্বিদ্যালয় অনুমোদিত হওয়ায় কলারোয়ায় মাননীয় সরকার বাহাদুর ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলনকারীদের শুভেচ্ছা ও অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পাবলিক বিশ্বিদ্যালয় বাস্তবায়ন মঞ্চ ও সুন্দরবন বিশ্বিদ্যালয় সাতক্ষীর বাস্তবায়ন কমিটি কলারোয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

শনিবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌর সভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর ছিদ্দিক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আ: রউফ, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড: শেখ কামাল রেজা, জেলা মাধ্য: শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সংগঠনে।র সমন্বয়কারী আব্দুল্লাহ হেল হাবিব, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাড: ইয়ারুল ইসলাম, কবি হায়দার আলী শান্ত, সমাজ সেবক মুনছুর আলী, সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, কবি আবু বক্কর সহ সাংবাদিক ও বিভিন্ন পেশার সূধিজন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন বিশ্ববিদ্যারয় বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক জাকির হোসেন। বক্তারা,  সাতক্ষীরায় সরকারিভাবে” বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আন্দোলনকারীদের প্রতি শুভেচ্ছা ও অভিদন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা