• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী উৎসব উদযাপন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

সাতক্ষীরার কলারোয়ায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়েছে। সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী উৎসব উৎযাপিত হয়। বুধবার(৬ সেপ্টেম্বার) প্রভাতে তুলশিডাঙ্গা গোয়ালঘাটা পূজামন্ডপে নাম সংকীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত গীতাপাঠের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। বেলা ১১ টায় ভগবত আলোচনা ও ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে বর্ণাঢ্য শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আলোচনায় অতিথি হিসাবে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, বীর মুক্তিযোদ্ধা আ: রউফ, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেশ্বর চক্রবর্তী, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, সনাতন ধর্মীয় নেতা সহকারী অধ্যাপক কার্ত্তীক চন্দ্র মিত্র, হরেন্দ্র নাথ রায়, সন্তোষ কুমার পাল, সন্দীপ কুমার রায়, রনজিৎ কুমার, মাস্টার উৎপল সাহা প্রমুখ। পরে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে নাম সংকীর্ত্তন পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা