• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সরকারের সফলতা প্রচারে কালিগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সফলতা প্রচারে কালিগঞ্জ উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ আগষ্ট বুধবার উপজেলার কুুশলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কুুশলিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন ও সফলতা প্রচারে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ০৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সংসদীয় নির্বাচনী এলাকার দক্ষিণ শ্রীপুর কে এম এল মাধ্যমিক বিদ্যালয়, ৩৬ নং কুশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ও বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। পরবর্তীতে কুশলিয়া বাজার বায়তুল মে’রাজ জামে মসজিদে জোহর নামাজ আদায় পূর্বে সকল মুসল্লীবৃন্দদের সাথে মতবিনিময় ও দোয়া কামনা করেন শ্যামনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। পরবর্তীতে বিকাল ৩ টায় কুশলিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময়, গণসংযোগ ও সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে তিনি, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সফলতা-মেগা প্রকল্প: স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-০১, পায়রা বন্দর, বঙ্গবন্ধু টানেল, শতভাগ করোনা টিকা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুজিব শতবর্ষ উপলক্ষে হাজার হাজার ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান, ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ (চলমান), মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ স্থানীয় উন্নয়নের সফলতা প্রচার করেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এ্যাডঃ শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রফিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর কুমার মন্ডল, সমাজসেবক অবসরপ্রাপ্ত শিক্ষক এস এস ফজলুর রহমান, শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (বকুল) সহ আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা