• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু রোগ প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৭ আগষ্ট) বেলা ২ টায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতনতামূলক র‍্যালিটি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিন করে স্কুল চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য ওসমান গণি। সভায় ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, ছাত্রী নাজিয়া ফারহিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসরাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, আব্দুস সালাম, স্বপন সরকার, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, শুভংকর মজুমদার, বিকাশ ঘোষ, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, লিমা খাতুন, মাসুদ রানা সহ ছাত্র-ছাত্রীবৃন্দ। সভায়, ডেঙ্গু রোগ সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করণের লক্ষ্যে প্রতিযোগীতামূলক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা