• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জ যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চৌমুহনী প্রাইমারি স্কুল মাঠ চত্বরে বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্ আলম ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। তিনি বলেন বাঙ্গালি জাতির জন্য দুর্ভাগ্যের ১৯৭৫ সালের ১৫ আগষ্ট একদল বিপথগামী দেশকে দাবিয়ে রাখার পরিকল্পনা নিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তাঁরা রক্ষা পান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের স্বজনদের হারানোর শোককে শক্তিতে পরিনত করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্মানিত অতিথি বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোজাহর হোসেন কান্টু, জেলা যুবলীগ যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টু, স, ম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবল পাপ্পি, মূনাল কুমার মন্ডল, সহ ৯ টি ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা