• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাকা থেকে কালিগঞ্জের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আশরাফ গ্রেপ্তার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৩  

ঢাকায় র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২৩ বছর ধরে পালাতক থাকা এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মোঃ আশরাফ কারিকর (৩৫)। সে সাতক্ষীরার কালিগঞ্জ থানার মোঃ মোকছেদ কারিকরের ছেলে। গতকাল র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং র‌্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-০৫ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, সাজাপ্রাপ্ত আসামী মোঃ আশরাফ কারিকর সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত নড়াইল, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ২০১০ সালে মোঃ আশরাফ কারিকর বিপুল পরিমান ফেন্সিডিলসহ নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী মোঃ আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় ২৩ বছর দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে সাতক্ষীরার কালীগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা