• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩  

কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ, প্রেসক্লাব,স্কুল ,কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ,সহকারী কমিশনার ভূমি মোঃ আজহার আলী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমানের নেতৃত্বে কালিগঞ্জ থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, রোকেয়া মুনসুর মহিলা কলেজের পক্ষ থেকে প্রিন্সিপাল একে এম জাফরুল আলম বাবু,সহ সামাজিক ও সাংস্কুতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়া ও সোনালী ব্যাংক ম্যানেজার প্রশান্ত ব্যানার্জি নেতৃত্বে সোনালী ব্যাংক কালিগঞ্জ উপজেলা শাখা, কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ও বিভিন্ন সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, এসময় উপরে উলে­খিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উপজেলা যুব উন্নয়ন অফিসার কর্তৃক উপজেলা যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় প্রোগ্রাম অংশগ্রহণের পর কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান। অনুষ্ঠান শেষে সকলের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। কালিগঞ্জের সদরে অবস্থিত মথুরেশপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা