• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

পাটকেলঘাটায় শাহাজাদা হাইব্রিড করলার মাঠ দিবস অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

সাতক্ষীরা তালার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা এলাকায় কৃষক আবুল কাসেমের মৎস্য ঘেরে বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকাল ৫টার সময় ব্যবিলন এগ্রো এন্ড ডেইরির এফ-১ জাতের শাহাজাদা করলার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটিং অফিসার মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন, সেলস ম্যানেজার জহুরুল ইসলাম, ম্যানেজার নেওয়াজ পাভেল ইকবাল, উপসহকারি কৃষি কর্মকর্তা পিযুষ কান্তি পাল, সরুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য আজিবর রহমান, ডিলার মোঃ রফিকুল ইসলাম টুটুল সহ এলাকার কৃষকবৃন্দ।

এ সময় কৃষক আবুল কাসেম বলেন মাছ চাষের পাশাপাশি করলা চাষে সফলতা পেয়েছেন তিনব। তিনি ১২ বিঘা মৎস্য ঘেরের আইলে করলা চাষ করে ইতোমধ্যে সফলতা দেখিয়েছেন। প্রতিদিন তিনি ৫/৭ মন করলা বিক্রি করছেন। তিনি পাটকেলঘাটা মায়ের দোয়া এন্টার প্রাইজ থেকে ব্যবিলন সীডের ৪ হাজার টাকার বীজ কিনে এ পর্যন্ত ২৫/৩০ মন করলা বিক্রি করেছেন। গাছে যে পরিমান ফলন আছে তাতে প্রায় একলক্ষ টাকার বেশি বিক্রি হবে। তিনি আরও বলেন আমার দেখাদেখি আগামীতে অনেক চাষী করলা চাষে আগ্রহী হবে বলে আশা করছেন তিনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা