• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আমাদের বেশি বেশি গাডছ লাগাতেহবে জগলুল হায়দার এমপি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩  

কালিগঞ্জের বিষ্ণুপুর চাঁচাই সবুজ সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে ৮ ব্যাপী বৃক্ষমেলার ৭তম দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, তিনি বলেন গাছের সাথে আমাদের অস্তিত্বের সম্পর্ক জড়িত। আমাদের জীবন ও জীবিকার জন্য গাছের প্রয়োজন অপরিহার্য। গাছ আমাদের বাঁচিয়ে রাখতে অক্সিজেন দেয়, গাছ প্রকৃতির ভারসাম্য বজায় রাখে, আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম, আকবর কবির, ধলবাড়িয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি সজল মুখার্জি, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্ছু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, প্রদীপ কুমার মন্ডল, এ এস আই সেলিম রেজা, খলিলুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁচাই সবুজ সংঘের সভাপতি রেজাউল করিম, শিক্ষক জাহিদুল হক, চাঁচাই ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী, অমল চক্রবর্তী, সাংবাদিক শিমুল হোসেন, তাপস কুমার ঘোষ, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা