• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

সাতক্ষীরার তালায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে ঠিক করা হয়েছিল পাশর্^বর্তী খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মোঃ ইব্রাহীম নামের এক ভ্যানচালকের সাথে। বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকালে এ বাল্যবিবাহ বন্ধ করে আদেশ জারী করা হয়।

এ সময় ঐ ছাত্রীর মেয়ে মুচলেকা দেন এবং আগামী সোমবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিসে উপস্থিত হবেন বলে জানান। এদিকে অষ্টম শ্রেণিতে পড়–য়া ঐ কিশোরী জানায়, ‘আমার বয়স মাত্র ১৪ বছর। এরা আমায় জোর করে বিয়ে দিচ্ছে। আমি পড়াশোনা করতে চাই। এরা আমাকে পড়তেও দেবে না। আপনারা যদি কোন ব্যবস্থা না নেন তাহলে আমার আত্যহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা