• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভ্যানের পাটাতনের নিচে ৩৯৯ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

সাতক্ষীরায় ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় ফেনসিডিল বিক্রির সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। এসময় ৩৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (২৭ মে) দুপুরে কালিগঞ্জ ও দেবহাটায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর গালিব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতার শহিদুল ইসলাম (৩০) ও মোম আখের আলী গাজী (৪৭) তারা উভয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলায় মাদক কেনাবেচা হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইঞ্জিনচালিত নসিমন ও ব্যাটারিচালিত মোটরভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা যথাক্রমে ২০০ বোতল ও ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই মাদক কারবারি কালিগঞ্জ ও দেবাহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ ও দেবহাটা থানায় পৃথক মাদক মামলা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা