• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

দেবহাটায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণের পক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন জেলা দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশরাফ উল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমসহ পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা