• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংরাদেশ( টিসিবি)’র পণ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৮ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে নিন্ম আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে ওই পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে  টিসিবি পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুল ইসলাম, টিসিবি’র ডিলার জাহিদ হাসান, সাংবাদিক আজমল হোসেন বাবু, গ্রাম পুলিশ প্রধান মাসুম বিল্লাহ সহ ইউপি সদস্যবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যগণ।

টিসিবি ডিলার উপজেলার জনতা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী জাহিদ হাসান জানান, জালালাবাদ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৬০০ শত কার্ডধারী নিন্ম আয়ের মানুষের মাঝে ৪৭০ টাকা প্যাকেজে ২ লিটার সোয়াবিন তেল(১১০ টাকা প্রতি লিটার), ২ কেজি মুশরির ডাল( প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা( কেজি-৫০ টাকা) ও ১ কেজি চিনি( কেজি- ৬০ টাকা) বরাদ্দকৃত প্যাকেটে পণ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

পবিত্র মাহে রমজানে টিসিবি’র পণ্য সরবরাহে বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জনগণ মনে করেন। এ দিকে, অনুরুপভাবে পৌরসভায় কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা