• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সিরাজপুর স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবন পরিদর্শন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

প্রকল্পের আওতায় সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলাধীন ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজের নির্মাণাধীন ভবনের বাস্তব অবস্থা সরজমিন পরিদর্শন, সরবরাহকৃত আসবাবপত্রের মান যাচাই-বাছাই, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম এর কার্যকারিতা পরিদর্শন করেন “তথ্যপ্রযুক্তি সহায়তায় শিক্ষার মনোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ সমূহ উন্নয়ন প্রকল্প” এর প্রকল্প কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর সহযোগী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা)।

২ জানুয়ারি বুধবার বিকাল ৩ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে ৩,০৩,৯৫,৫৭৩ টাকা ব্যয়ে নির্মাণাধীন ভূরুলিয়া সিরাজপুর স্কুল এন্ড কলেজের চার তলা ভীত বিশিষ্ট চার তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রকল্প কর্মকর্তা সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজিয়ার রহমান, সাতক্ষীরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সাথে সহকারী প্রকৌশলী হাসিব শেখ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান, আব্দুর রহমান, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মা এন্টার প্রাইজের প্রোপাইটার এস এম মাকসুদ আলম, প্রভাষক জিএম রফিকুল ইসলাম, আমিনুর রহমান, সহঃ প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা