• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বর্তমান সরকার শিক্ষাবিস্তারে খুবই সচেষ্ট :মুস্তফা লুৎফুল্লাহ এমপি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের চারতলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভবণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবিস্তারে খুবই সচেষ্ট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আ.লীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক আবদুল আজিজ মোড়ল, ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের সিনিয়র শিক্ষক ফারুক হোসেন, সরসকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ আবু বক্কার শেখ, সহকারী প্রকৌশলী জায়েদ বীন গফুর, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লর, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমানসহ ইনষ্টিটিউশনের সকল শিক্ষকবৃন্দ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ৮৫লাখ টাকা ব্যায়ে ধানদিয়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা