• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

তালায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

সাতক্ষীরার তালায় পশুহাট ও কাঁচা বাজারে শতাধিক অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় ব্যবসায়ী আনারুল, মোল্লা আব্দুল্লাহ, আব্দুল গফুর জানান, কপোতাক্ষ নদের জেগে ওঠা চরে তালার কাঁচা বাজার ও পশুহাট প্রতিষ্ঠিত। এখানে শতশত ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, যাদের এই হাটের উপর নির্ভর করেই রুটি-রুজির ব্যবস্থা হয়।
তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে দেওয়ায় ছেলেমেয়ে নিয়ে এখন তাঁদের অর্ধাহার-অনাহারে দিন কাটাতে হবে।

চা দোকানদার আসমা বেগম জানান, গরুহাটের পাশে কোন রকম চায়ের টলদোকার করে সংসার চালাই, আমাদের দোকান ভাঙ্গা হলো, কিন্তু হাটের জায়গায় উপর বড় বড় বিল্ডিং নির্মান করেছে, সে গুলো ভাঙ্গা হয়নি।

তালা সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা গাজী মোঃ আবু হেলাল জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেছেন। হাট-বাজারে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এই অভিযান চালানো করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা