• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় শিলাবৃষ্টির আঘাতে বৃদ্ধের মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

সাতক্ষীরার কলারোয়ায় শিলাবৃষ্টির আঘাতে জামশেদ আলী (৭০) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে চন্দনপুর কলারোয়া সড়কে এ ঘটনাটি ঘটে।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

জামশেদ আলী কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, জামশেদ আলী কলারোয়ার দিকে হেঁটে যাওয়ার সময় প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে যান তিনি। পড়ে গিয়ে আর উঠতে পারেননি। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি মনিরুজ্জামান ঘটনার বলেন, ‘বয়স্ক মানুষ ঝড়ের মধ্যে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তিনি ঘটনাস্থলেই মারা যান। ’

এদিকে মাত্র ৫ মিনিটের প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বাতাসে কলারোয়ার ১২টি ইউনিয়নের প্রায় সব কয়টি কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টর্নেডোর আঘাতে উপড়ে গেছে বড় বড় গাছ। ভেঙে গেছে বাড়িঘর। উড়ে গেছে ঘরের চাল। এছাড়া গাছের ডালপালা ভেঙে তছনছ হয়ে গেছে। টর্নেডোর পরপরই গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে শতশত বাড়িঘর।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা