• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দ্বিতীয় দিনে খোলপেটুয়ার বাঁধ মেরামতে নেমেছেন দেড় হাজার শ্রমিক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২  

দ্বিতীয় দিনে সাতক্ষীরার উপকূলীয় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামতে কাজ করছেন ১ হাজার ৫০০ শ্রমিক। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো বাঁধ মেরামত কার্যক্রম শুরু হয়।  পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা যৌথভাবে বাঁধ মেরামতের কাজ পরিচালনা করছেন।
গত ১৪ জুলাই আকস্মিক শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের পশ্চিম দুর্গাবাটি এলাকায় ১৫০ ফুট উপকূল রক্ষা বেড়িবাঁধ নদীগর্ভে চলে যায়। পানিবন্দি হয়ে পড়ে ৯টি গ্রামের ২৫ হাজার উপকূলীয় বাসিন্দা। প্লাবিত হয়ে ভেসে যায় মাছের ঘের। চিংড়ি ও কাঁকড়ার খামার তলিয়ে যায়। পানির তীব্র স্রোতের কারণে বাঁধটি মেরামত করতে না পারায় এখনো লোকালয়ে প্রবেশ করছে লোনা পানি।
সাতক্ষীরা জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য মতে, বাঁধ ভেঙে পানিতে ভেসে গেছে ১ হাজার ৬৫৫ হেক্টর চিংড়ি ও কাঁকড়ার খামার। এর মধ্যে পুকুর রয়েছে ১০০টি। চিংড়ি, কাঁকড়া, সাদা মাছ, মাছের পোনাসহ আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি হয়েছে ৮ কোটি ২৮ লাখ টাকার।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি নজরুল ইসলাম জানান, দ্বিতীয় দিনের মতো বাঁধ মেরামত কার্যক্রম চলছে। ভেঙে যাওয়া বাঁধের পাশে রিং বাঁধ তৈরি করা হচ্ছে। অর্ধেকের বেশি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ১ হাজার ৫০০ শ্রমিক বাঁধ মেরামত কাজে যোগ দিয়েছেন। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত করেছেন এক হাজার শ্রমিক। বাকি ৫০০ জন এলাকার স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি ও গ্রামবাসী রয়েছেন।
তিনি বলেন, আজ বাঁধটি সম্পূর্ণ মেরামত করা সম্ভব হবে না। আগামীকাল বাঁধটি মেরামত কার্যক্রম শেষ হবে। তবে আজ লোকালয়ে পানি প্রবেশ কিছুটা কমে যাবে। কারণ বাঁধের অনেকাংশই আমরা বেঁধে ফেলেছি।
পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনার প্রধান প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম বলেন, পশ্চিম দুর্গাবাটি এলাকায় ভাঙনকবলিত বাঁধটি মেরামত কার্যক্রম চলছে। নদীর পানির তীব্র জোয়ারের কারণে মেরামত করতে একটু বেশি সময় লেগেছে। দ্রুত সময়ের মধ্যেই মেরামত কার্যক্রম শেষ হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা