• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় লাইসেন্স ছাড়াই অবাধে খোলাবাজারে বিক্রি হচ্ছে পেট্রোল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ জুন ২০২২  

জেলার কলারোয়া উপজেলার বাজারে ও সড়কের মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে পেট্রোল । কোনো ধরনের নীতিমালা না মেনে এভাবে পেট্রোল বিক্রি করায় দুর্ঘটনার বাড়ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসি। সরেজমিনে গত দুই দিন উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকার বিভিন্ন বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, অবাধে বিক্রি হচ্ছে পেট্রোল। দোকানে এক লিটার অথবা আধা লিটার ওজনের প্লাস্টিকের বোতলে পেট্রোল ভরে পসরা সাজিয়ে রাখা হয়েছে। যে কেউ ইচ্ছে করলেই বোতল ভর্তি পেট্রোল কিনতে পারেন। অথচ দাহ্য পদার্থ বিক্রি করতে হলে বিস্ফোরক অধিদফতরের নিবন্ধণ থাকা ব্যাধতামূলক।

বিস্ফোরক অধিদফতর সূত্র জানায়, সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার, পেট্রোল, মবিল বিক্রির জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধাপাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সক্ষমতা সংক্রান্ত লাইলেন্সসহ, অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। ব্যাবসায়ী ওই শর্ত পূরণ করলেই কেবল বিস্ফোরক দ্রব্য বিক্রির নিবন্ধণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। বিস্ফোরক দ্রব্য বিক্রির লাইসেন্স ছাড়া কোন দোকানে দাহ্য পদার্থ বিক্রি করা যাবে না। অথচ উপজেলার কলারোয়া পৌরসভা দমদমা বাজার , চন্দনপুর বাজার, বামনআলী বাজার, যুগিখালী বাজার, শাকদাহ বাজার, খোরদো বাজার, রায়টা বাজার, দেয়াড়া বাজার,গয়ড়া বাজার, গড়গড়িয়া বাজার ও শিংগা বাজারের দোকানে এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিক্রি হচ্ছে পেট্রল, উপজেলা নির্বাহী অফিসারের সু দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা