• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১  

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের হাজতখানায় এক আসামির মৃত্যু হয়েছে। রোববার ( ১২ ডিসেম্বর) সকালে হাজতখানার গ্রিলের সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের নাম বাবুল সরদার (৫৫) তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের মৃত জুড়ন সরদারের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসিন আলম চৌধুরী জানান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলাম শনিবার বেলা ১২ টার দিকে এক অভিযান চালিয়ে দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ বাবুল সরদার কে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ডিবি কার্যালয়ে হাজতখানায় রাখা হয়। রোববার সকালে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতিকালে হাজতখানার গেট খুলে দেখা যায় আসামি বাবুল সরদার গলায় রশি লাগানো অবস্থায় জানালার গ্রিলের সাথে ঝুলছে।

তিনি বলেন, আসামি বাবুল সরদার তার কোমরে থাকা নাইলনের রশি দিয়ে জানলার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডাক্তার এসে তার সুরহতাল রিপোর্ট তৈরি করেন। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা