• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মানবতাবিরোধী অপরাধ: কালিগঞ্জের চারজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১  

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থার ৭৯তম প্রতিবেদনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চার আসামির মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন আসামি এখনও পলাতক। তাদের বিরুদ্ধে ১১১ পৃষ্ঠার মূল প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে, পাশাপাশি সংযুক্তি হিসেবে চার ভলিউমের ১৭৫ পৃষ্ঠার প্রতিবেদন দেওয়া হয়।

সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার-সংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহজাহান কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামলায় সংশ্লিষ্ট থানা পুলিশের অভিযানে এরই মধ্যে মো. আকবর আলী শেখকে (৭০) গ্রেফতার করা হয়েছে। পলাতক তিনজনের নাম প্রকাশ করা হয়নি।

চার আসামির বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ নভেম্বর থেকে তদন্ত শুরু হয়। আসামিদের বিরুদ্ধে নির্যাতন, অপহরণ, গণহত্যা, অগ্নিসংযোগসহ দুটি অভিযোগ আনা হয়েছে। এছাড়া সাতজনকে হত্যার অভিযোগ করা হয় তদন্ত প্রতিবেদনে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা