• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরার সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১  

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা বাজার মসজিদে জুমার নামাজ আদায়কালে মোমিন গাজী (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মোমিন গাজী তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মুসল্লি রমজান শেখ বলেন, আমার পাশে নামাজ পড়ছিলেন মোমিন গাজী। ফরজ নামাজের আগে সুন্নত নামাজ আদায় করছিলেন। দুই রকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আর ওঠেনি তিনি। পরে ডাকাডাকি করলাম, দেখি কোনো সাড়া নেই। তখন বুঝেছি উনি মারা গেছেন। মোমিন গাজীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে মালয়েশিয়া প্রবাসী।

তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম বলেন, মোমিন গাজী ভালো মানুষ ছিলেন। নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে তিনি মারা গেছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা