• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খাজরায় আইন শৃঙ্খলা বিষয়ে ভার্চুয়াল মিটিং

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১  

আশাশুনির খাজরা ইউনিয়নে সাতক্ষীরা জেলার ৭৮টি বিট পুলিশিং কার্যালয়ে একযোগে আইন শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের ভার্চুয়াল মিটিংয়ের অংশ হিসেবে ৮নং বিট পুলিশিং কার্যালয়ে আইন শৃখংলার উন্নতি কল্পে বিট পুলিশি সদস্যদের সাথে জেলা পুলিশের ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং কার্যালয়ে এ ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।

আশাশুনি থানার ওসি গোলাম কবিরের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মামুন হোসেনের তত্ত¡াবধানে সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) জুম অ্যাপের মাধ্যমে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে এ ভার্চুয়াল মিটিংয়ে আইন শৃখংলার উন্নতিকল্পে,করোনা পরিস্থিতি মোকাবিলা,জনসচেতনতা বৃদ্ধি,স্থানীয় মন্দিরের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। এসময় ইউপি সদস্য রামপদ সানা,অনুপ কুমার,আনারুল ইসলাম,এবাদুল গাজী,গোলক দফাদারসহ ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এ ভার্চুয়াল মিটিংয়ে অংশ গ্রহণ করেন। এসআই মোঃ মামুন হোসেন জানান,আজকে মিটিংয়ে খাজরা ইউনিয়নের মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে প্রতিরোধ,করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি,মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বীট পুলিশিং সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় আমরা পুলিশ সদস্যরা সার্বক্ষনিক মাঠে আছি,থাকবো। পরিশেষে আইন শৃঙ্খলা রক্ষার্থে তিনি ইউনিয়নের সবার সহযোগিতা কামনা করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা