• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্টস উদ্যোগ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ জুলাই ২০২১  

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (এসটিএমএসএস) এর উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (এসটিএমএসএস) এর আহŸায়ক মাহমুদুল হাসান শিপলু’র নেতৃত্বে শনিবার দুপুর
সাড়ে ১২টার দিকে সুন্দরবন টেক্সটাইল মিল জামে মসজিদে এবং টেক্সটাইল মিলে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এসব মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের এক্স
স্টুডেন্ট এসোসিয়েশন (এসটিএমএসএস) এর সদস্য মনিরুল ইসলাম মুন্না, মেহেদী হাসান, আশরাফুল ইসলাম পলাশ, আজিজ, আনাচ ইবনে কামাল প্রমুখ। সংগঠনের আহŸায়ক মাহমুদুল হাসান শিপলু বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা এসটিএমএসএস এর পক্ষ থেকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছি। করোনার প্রাদুর্ভাবে আমরা কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতণের কর্মসূচি গ্রহণ করেছি। কর্মহীন অসহায় মানুষের পাশে থাকবো এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা