• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে রাতের আধারে খাদ্য নিয়ে বাড়িতে হাজির পুলিশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। যার কারণে দিনমজুরসহ দরিদ্রদের দুর্গতি বেড়েছে। অনেক পরিবারে রান্না হচ্ছে না ঠিকমতো। ঠিক সেই মুহ‚র্তে কালিগঞ্জের বিভিন্ন অলি-গলিতে থাকা অসহায় মানুষের মাঝে থানা পুলিশের পক্ষথেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত কয়েক দিন যাবৎ কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোহাইমেনুর রশিদ ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতের আধারে অসহায় মানুষের বাড়িতে উপস্থিত হয়ে এসব খাদ্য সহায়তা প্রদান করছেন।

এ পর্যন্ত উপজেলায় ১৫০ পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবণ ও ১ পিস সাবান প্যাকেজ আকারে প্রদান করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মাননীয় ডিআইজি স্যার, খুলনা রেঞ্জ ডিআইজি স্যার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশে থানার কর্মকর্তা-কর্মচারিদের সহযোগিতায় আমরা অসহায় মানুষের খাদ্য সহায়তা প্রদান করে আসছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা