• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক কর্মশালা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিরাপত্তা, সুরক্ষা এবং নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করনের লক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক শাহ আবদুল সাদী, সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন, ইউনিসেফ আয়োজিত উক্ত কর্মশালায় শিশু সুরক্ষা এবং শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করনের বিষয়ে বিশেষ বিশ্লেষণ ধর্মী বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফ প্রতিনিধি তানভিরুল ও সুফিয়া বেগম, প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত শিশুদের পড়ালেখা, বেড়ে ওঠায় সামগ্রীক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এ জন্য সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীল হতে হবে। সভাপতির বক্তৃতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন বলেন শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা সুরক্ষা এবং বিদ্যালয়ে নিয়মিত আসার বিষয়ে সাতক্ষীরা প্রাথমিক শিক্ষা দপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা