• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্য উৎপাদনে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের দায়ে জয়নাল বেকারির মালিক নুর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বেলা ১২টায় সাতক্ষীরা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক এ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, মথুরাপুর বাজারের জয়নাল বেকারিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক। 

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যে নিষিদ্ধ সাল্টু, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড কালার ও ফুড এসেন্স ব্যবহারের প্রমাণ পেয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা