• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় পিকআপ, মোটর সাইকেল ও চোরাই গরু সহ পাঁচ চোর আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

দেবহাটায় গরু চুরি করতে এসে একটি পিকআপ, দু’টি মোটর সাইকেল ও চুরিকৃত গরু সহ এলাকাবাসীর হাতে ধরা পড়েছে ৫ চোর। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে দেবহাটা উপজেলা সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের মৃত সন্তোস স্বর্ণকারের ছেলে কেশব সরকারের গোয়াল থেকে গরু চুরির পর এলাকার লোকজন তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- দেবহাটার ধোপাডাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে চিহ্নিত চোর আলাউদ্দীন ওরফে আলা, একই গ্রামের আব্দুল গফফার গাজীর ছেলে জাহাঙ্গীর, কালীগঞ্জের নলতা পশ্চিম পাইকাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে রাজু, পিকআপের চালক সাতক্ষীরার বকচরা গ্রামের আব্দুল গফফার গাজীর ছেলে জহুরুল ও হেলপার একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল। ভুক্তভোগী কেশব স্বর্ণকার জানান, গভীর রাতে সংঘবদ্ধ এ চোর চক্রটি তার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলো।

এসময় চোর চক্রের নিয়ে আসা পিকআপটির জ্বালানী তেল ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় চোর গুলো। একপর্যায়ে এলাকাবাসী চুরিকৃত গরুটি উদ্ধার পরবর্তী চুরির কাজে ব্যবহৃত পিকআপ (ঢাকা মেট্রো ন ১৪-৬৮৮২) ও দুটি মোটর সাইকেল সহ তাদেরকে আটকে রেখে সকালে পুলিশে সোপর্দ করে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় চুরির সাথে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ভুক্তভোগী কেশব স্বর্ণকার বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা