• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও সভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর, তথ্য পাবে জনগন, তথ্য সবার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও লিডার্স উপজেলা যুব ফোরাম এবং অগ্রগতি সংস্থার সহযোগীতায় ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৯ উপলক্ষ্যে ব্যান্ড বাদ্য বাজিয়ে বর্ণাঢ্য র‌্যালী বাহির হয়।

কালিগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে শুরু হয়ে র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে পরে কালিগঞ্জ প্রেস ক্লাব সংলগ্ম মুক্তিযোদ্ধা ইর্কো পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার দিবস সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। দৈনিক দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদীর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী শওকত হোসেন, প্রোগ্রাম অফিসার সুলতা সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর বাবর আলী, সম্পা বিশ্বাস, জুলেখা খাতুন।

অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, প্রোগ্রাম ফ্যাসিলিটেটর বাকী বিল্লাহ ও প্রীতিকনা রায়। লিডার্সের উপজেলা যুব ফরামের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুব ফোরাম সভাপতি আবু মুছা, মথুরেমপুর ইউনিয়ন যুব ফোরাম সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সজিব ওসমান, কুশুলিয়া ইউনিয়নের যুব ফোরাম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, মৌতলা ইউনিয়ন যুব ফোরামের ক্যাশিয়ার তাহমিনা পারভীন ও ক্রীড়া সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনজিওকর্মী, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা