• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক : অস্ত্র-গুলি উদ্ধার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৯  

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সেলিম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে দুইটি দো’নলা বন্দুক, একটি একনলা বন্ধুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ ভোর রাতে সুন্দরবনের আমতলী খাল থেকে তাদেরকে আটক করা হয়।

কৈখালি কোস্টগার্ড সদস্যরা জানান, সুন্দরবনে আমতলী খালে বনদস্যু সেলিম বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা গুলিবর্ষণ করে। কোস্টগার্ডও পাল্টা গুলিবর্ষণ করে।

গুলাগুলির এক পর্যায়ে বনদস্যু সেলিম বাহিনী পিছু হটে। সেখান থেকে দুই বনদস্যুকে আটক করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, কোষ্টগার্ডের হাতে আটক দুই বনদস্যুকে থানায় সোপর্দ করা হয়েছে। তাছাড়া, ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি দো’নলা বন্দুক, একটি একনলা বন্দুক ও ২১ রাউন্ড গুলি থানায় জমা দেওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা