• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলারোয়ায় স্কাউটস’র ডে-ক্যাম্প সম্পন্ন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

কলারোয়ায় দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো উপজেলা স্কাউটস আয়োজিত ডে-ক্যাম্প। রোববার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ ডে-ক্যাম্প’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস’র সভাপতি আরএম সেলিম শাহ নেওয়াজ।

বিকেলে ডে-ক্যাম্প’র দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটস’র সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান। স্কাউটস’র বিভিন্ন স্কুল টিম অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত ও ডিসপ্লে প্রদর্শন করে। দিনব্যাপী অনুষ্ঠিত এ ডে-ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর উদ্দীন, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, জেলা স্কাউটস লিডার পল্টু বাশার, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, উপজেলা দুপ্রক সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মাওলানা আসাদুজ্জামান ফারুকী, এমএ সাজেদ, স্কাউটস লিডার প্রধান শিক্ষক ইউনুছ আলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটস লিডার সহকারী শিক্ষক মনিরুজ্জামান

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা