• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১২৫টি স্প্রে মেশিন বিতরন করলেন ইউএনও

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

কালিগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেককে ১০টি করে স্প্রে মেশিন ও ডেঙ্গু প্রতিরোধক মশার কয়েল এবং ঔষধ বিতরন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্তরে ইউনিয়ন পরিষদের প্রতিনিধির নিকট স্প্রে মেশিন সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান শেখ নাজমুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী আশরাফুল হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী, সাংবাদিক ইশারাত আলী ও সাজেদুল ইসলাম সাজু, কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বর, গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

এডিস মশার প্রজনন ধ্বংস করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যেমে বাড়ি বাড়ি যেয়ে খোজ খবর নিয়ে স্প্রে ও পরিস্কার পরিচ্ছনতা কার্যক্রম চালাবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা