• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আলোচিত গ্রাম পুলিশ মঞ্জুরকে অপসারণের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

দেবহাটায় অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার ঘটনায় ৩ মাসের জন্য বরখাস্তকৃত গ্রাম পুলিশ মঞ্জুরুল ইসলাম মঞ্জুরকে অপসারণের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বিকাল ৪টায় উপজেলার কুলিয়া নতুন বাজার সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দুপাশে মানববন্ধন করেন এলাকার সকল শ্রেনী-পেশার সাধারণ মানুষ। এর আগে মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে এক শালিসের মধ্য দিয়ে

অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় গ্রাম পুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। উল্লেখ্য, রবিবার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে কুলিয়ার শহিদুল নিকারীর দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগমের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়রা গ্রাম পুলিশ মঞ্জুরকে আটক করে। পরে

বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার কুলিয়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ মঞ্জুরকে নিয়ে শালিসে বসে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম সহ অন্যান্যরা। এসময় অনৈতিক কর্মকান্ডে লিপ্তের অভিযোগ প্রমানিত হওয়ায় শাস্তিমুলোক ভাবে গ্রামপুলিশ মঞ্জুরকে ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা