• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

উদীচী শিল্পীগোষ্ঠী কালিগ: শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পথযাত্রা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ আগস্ট ২০১৯  

উদীচী শিল্পীগোষ্ঠী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতা মূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট শনিবার বিকাল ৫টায় কালিগঞ্জ প্রেসক্লাব থেকে একটি বনার্ঢ্য পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ভবন কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে কালিগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্টীর সভাপতি সেলিম শাহারিয়ারের সভাপতিত্বে এক পথ সভায় বক্তব্য রাখেন

বিশিষ্ঠ সাহিতিহ্যক গাজী আজিজুর রহমান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা উদীচী শিল্পীগোষ্টী সহ-সভাপতি আশেক মেহেদী, আব্দুল কাদির ওহাব, সাধারন সম্পাদক শান্তি গোপাল চক্রবার্তী, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক নৃত্য সানজিদা আক্তার রুমা, সম্পাদক সঙ্গীত সঞ্জয় সরকার, সদস্য ইলাদেবী মল্লিক, কনিকা সরকার, এ্যাডঃ

জাফরুল্লাহ ইব্রাহীম, দৈনিক দৃষ্টিপাতের উপজেলা প্রতিনিধি এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক ইশারাত আলী প্রমূখ। ডেঙ্গু প্রতিরোধে করনীয় সম্পর্কে সচেতনতা অব্যহত রাখতে উপজেলার বিভিন্ন স্থানে এই পদযাত্রার আয়োজন করা হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সভা, সেমিনার, পথ নাটক, রেডিও অনুষ্ঠান চলতে থাকবে। কমিউনিটির সর্ব শ্রেণির মানুষের সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম উদীচী কালিগঞ্জ উপজেলা শাখা গ্রহন করেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা