• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন শত শত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর দে’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিজয় দে, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, উপ-আইন বিষয়ক সম্পাদক নুরুল আজম, শিক্ষার্থী হাসান মুরাদ, মো. বেলাল, মো. আজমীর প্রমুখ।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতার পরও আমাদের দেশে নারী স্বাধীনতা ফিরে আসেনি। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে নারী নির্যাতন ও ধর্ষণের মত ঘটনা। কিন্তু এসব ঘটনার বিচার দৃশ্যমান না। বিচার না হওয়ার ফলে এ অপরাধ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। 

শিক্ষার্থীরা আরও বলেন, কিছু মানুষরূপী নরঘাতকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না নারী ও শিশুরা। দেশে ধর্ষণের প্রবণতা কমাতে হলে ধর্ষকের বিচার হতে হবে জনসম্মুখে শিরশ্ছেদ। আর যদি রাষ্ট্র ধর্ষকের বিচার করতে না পারে তাহলে আমাদের নিজেদেরকে সেল্ফ ডিফেন্স কলাকৌশল শিখতে হবে। যাতে নিজেদের প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে পারি।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি সদর উপজেলা পরিষদ সামনে গিয়ে শেষ হয়। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা