• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শিক্ষকের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মে ২০১৯  

কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষক কামালউদ্দিনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আশ্রয় সামাজিক সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীরুল হক রাহাত ও এনামুল হক বাবু, আশ্রয়ের সংগঠক রাজীব কুমার সরকার, জাকির হোসেন জুয়েল, ছাইদুর রহমান সবুজ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, কটিয়াদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সম্প্রতি এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে দাবি জানায়। এলাকার অন্যদের পাশাপাশি কটিয়াদীর পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিনও স্বাক্ষর করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বালু উত্তোলনকারীরা তার ওপর হামলা চালায়। পরে তিনি কটিয়াদী হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে ঘটনার পর বালু উত্তোলনকারীরা শিক্ষক কামালউদ্দিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে দুটি চাঁদাবাজি ও আদম ব্যবসায়ী উল্লেখ করে আরও একটি মামলা দায়ের করেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা