• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

নেত্রকোনায় নিরাপদ ও বিষমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মে ২০১৯  

“সুন্দর সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাবার, খাদ্যে ভেজাল নয়” এই স্লোগানে রমজানকে সামনে রেখে নিরাপদ, বিষমুক্ত ও ভেজালমুক্ত খাবারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটি।

সোমবার সকাল সাড়ে ১০ টায় শহরের পৌর সভার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে “ভেজাল মুক্ত খাদ্য চাই বাঁচার মতো বাঁচতে চাই” শিশু খাদ্যে ভেজাল কেন ? এমন আরো কয়েকটি বিষয় নিয়ে সংগঠনটির পাশপাশি মানববন্ধনে উন্মেষ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নিয়ে একাত্মতা পোষণ করেন। 

এ সময় বক্তব্য রাখেন, স্বাবলম্বীর স্বপন পাল, বারসিকের অহিদুর রহমান, উন্মেষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম রিপন, সাংবাদিক একে এম আব্দুল্লাহ, সাহিত্য সমাজের সাইফুল্লাহ এমরান, সংগঠনটির আহ্বায়ক নাজমুল কবীর সরকার, সদস্য সচিব আলপনা বেগম, সংস্কৃতিকর্মী শিল্পী ভট্টাচার্য্য, পরিবেশ সংগঠনের মোঃ আলমগীর ও ছাত্র মিথুন শর্মা অভি প্রমুখ। 

এছাড়াও সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ এতে অংশ নিয়ে ব্যাবসাীয়দের আন্তরিক হয়ে খাদ্যে ভেজাল না দিতে আহ্বান জানান। মানববন্ধন চলাকালে খাদ্যে ভেজালকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা